জবরদস্ত জুম্বা

২০০১ সালে হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। কলম্বিয়ান নৃত্যশিল্পী আলবার্তো বেতো পেরেজ তাঁর ক্লাসে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মিউজিক আনতে ভুলে গিয়েছিলেন। সঙ্গে ছিল সালসার ক্যাসেট, ব্যস সেই বাজিয়েই চলল নাচের কসরত। কসরত-ই বটে! বিশ্বের ১৮৬টা দেশ মজে এখন সেই কসরতে, যার পোশাকি নাম জুম্বা। এ শহরেরই উপকণ্ঠের অভিজ্ঞ জুম্বা প্রশিক্ষক জিন চন্দনা মন্ডলের সঙ্গে কথা বলে জানা গেল আরও খুঁটিনাটি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *