নারায়ণী একা একা খিস্তি দেয়। খিস্তি দেওয়ার সময় সে জলের কলটা খুলে নেয়। ছর ছর ছর করে এক টানা জল পড়ে। জল পড়ে পাতা নড়ে! নারায়ণী সারাদিনে চোদ্দটা বাড়িতে কাজ করে। আর একটা মেসে। সেটা চারটে বাড়ির সমান। যে রান্না করে হারামজাদি বুড়ি মাগিটা সে খুব বজ্জাত। বাসনগুলো এমনভাবে পোড়ায়,Continue Reading

১ কিন্তু তারপর? তার আর পর কি। কিছুই না। পৃথিবী যেমন আছে ঠিক তেমনই থাকবে। শুধু বিকেলগুলো পোশাক বদলাবে। দেওয়াল ফুঁড়ে যদি ডাইনোসরও চলে আসে আমি তেমনি অবাক থাকব। আর তুমি নির্বাক। এক বাক্স ভর্তি গল্প ফুড়িয়ে এলে তুমি কবার্ড খুলবে, রাত নামার আগে ট্রেনের হুইসলের মতো একটা গান একান্তেContinue Reading