অমিল ছন্দের মধ্যে মেলে না জীবনের অজস্র হিসেব- নিকেশ তবু মুখবন্ধে কিছু মেলানোর চেষ্টা দিনরাত ; উৎকণ্ঠায় থাকে ব্যস্ত শহর ছিনিয়ে নিতে কর্মহীন অবসর। কানে বাজে জীবনের ওঠাপড়ার শব্দ , ছুটে চলে সময় পাহাড়ী নদীর মতো খরস্রোতে ধুয়ে মুছে যায় আটপৌরে দিনযাপন। চায় নগরের আবেষ্টনীতে বন্দী প্রাণটাও নিরুদ্দেশ স্মৃতিপথে শ্যাওলাContinue Reading