কবিতা।। দেবলীনা দে
২০২২-০১-২৭
সোয়েটার দুটো কাঁটার মাঝে মায়াবী ওম, সোজা-উল্টোর প্যাচে ভীষণ নরম দুপুর যখন খোলা আকাশের নিচে মা,জেঠিমার গল্প পুরোনো খোলসে ফিরে পাওয়া ভালবাসার সোয়েটার। লাচি গুলো মিলে মিশে নকশা বোনে কাঁটায় কাঁটায় তখন কত কথা হিসেবের গড়মিলে ঘর মেলে না সেদিকে বেজায় হয় মুশকিল। তবুও আজও সেই সোয়েটার মনের ঘরে আলাপContinue Reading