অমিল ছন্দের মধ্যে মেলে না জীবনের অজস্র হিসেব- নিকেশ তবু মুখবন্ধে কিছু মেলানোর চেষ্টা দিনরাত ; উৎকণ্ঠায় থাকে ব্যস্ত শহর ছিনিয়ে নিতে কর্মহীন অবসর। কানে বাজে জীবনের ওঠাপড়ার শব্দ , ছুটে চলে সময় পাহাড়ী নদীর মতো খরস্রোতে ধুয়ে মুছে যায় আটপৌরে দিনযাপন। চায় নগরের আবেষ্টনীতে বন্দী প্রাণটাও নিরুদ্দেশ স্মৃতিপথে শ্যাওলাContinue Reading

সোয়েটার দুটো কাঁটার মাঝে মায়াবী ওম, সোজা-উল্টোর প্যাচে ভীষণ নরম দুপুর যখন খোলা আকাশের নিচে মা,জেঠিমার গল্প পুরোনো খোলসে ফিরে পাওয়া ভালবাসার সোয়েটার। লাচি গুলো মিলে মিশে নকশা বোনে কাঁটায় কাঁটায় তখন কত কথা হিসেবের গড়মিলে ঘর মেলে না সেদিকে বেজায় হয় মুশকিল। তবুও আজও সেই সোয়েটার মনের ঘরে আলাপContinue Reading

অপেক্ষায় রোদ্দুর    ভুল গোলার্ধেই যত জট গোলার্ধ চেনে পাখি গূঢ় রাতে খোঁজে পথের গোপন খসড়া যা কিছু লুকিয়ে রেখেছে বুকে প্রেমিক হয়েছে নিরুদ্দেশ মনের শরীরে পচন ধরলে গ্রন্থি ছিঁড়ে যায় তবুও মহৎ শিল্পী চেতনার কোষে ফুল ফোটায় দৃষ্টি শুভ হলে এক সাথে পথচলা যায় বহুদূর বাধার পাহাড় ডিঙ্গোলেই অপেক্ষায়Continue Reading