‘Pride of the Nation Awards’-এর বর্ণময় সন্ধ্যা

কেয়া শেঠ এক্সক্লুসিভ ও জিএসএম-এর যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘Pride of the Nation Awards’। সারা দেশ থেকে নিজ নিজ ক্ষেত্রে সফল ও কৃতীদের বেছে নিয়ে কলকাতার এক মঞ্চে তাদেরকে পুরষ্কৃত করা হল। শহরের সাত তারা হোটেল জে ডবলিউ মেরিয়টে সেদিন নক্ষত্র সমাবেশ।

এই নক্ষত্র তালিকায় ছিলেন যাদুকর পি সি সরকার জুনিয়ার ও তাঁর স্ত্রী জয়শ্রী সরকার, কোরিওগ্রাফার ও প্রয়াসের স্রষ্টা অভিরূপ সেনগুপ্ত, শব্দ সংমিশ্রণের জগত থেকে আয়ুষ পাল, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ ও তাঁর স্ত্রী অভিনেত্রী জয়াশীল ঘোষ, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। ছিলেন ফ্যাশন ডিজাইনার অনিতা গোয়েঙ্কা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহম্মদ আসিফ নিজাম, সিটি কেবলের কর্ণধার সুরেশ সেঠিয়া। এই তালিকায় আরও ছিলেন বেঙ্গল টাইলস-এর কর্ণধার দামদর ধারা, ডক্টর প্রবীর ভৌমিক, সমাজসেবিকা গোল্ডি কাউর ওয়ালিয়া, ‘দিল্লী ডার্লিংস’ বিজয়িনী শালু জিন্দল, লেখক সূর্য সিংহ, সমাজসেবী তপন সরকার ও মিলন পারেখ।

ঝকঝকে এই সন্ধ্যার আরো একটি আকর্ষণ ছিল র‍্যাম্প শো। অনুষ্ঠানে কৃতীদের হাতে স্মারক ও পুরষ্কার তুলে দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও কামারহাটি’র বিধায়ক মদন মিত্র ও চলচ্চিত্র তারকা ভাগ্যশ্রী।

অনুষ্ঠানটির এক ঝলক আপনাদের জন্য। ক্লিক করুন নিচের ভিডিওটিতে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *