পার্টি পিকনিক পাদুকা

বাতাসে শিরশিরানি হাওয়া, কুয়াশাচ্ছন্ন সকাল আর মেঘলা রোদ্দুরের লুকোচুরি। জমাটি সময়। সেরা সময়। পার্টি, পিকনিক, এই ‘প’ এর হাতছানি কাটিয়ে পিছলে যাবার মতো বেরসিক বোধহয় আমরা নই। তাই না? পিছলে যাওয়া বা পাশ কাটাবার যখন ইচ্ছে নেই তখন তো কেতার শীত পোশাকের সঙ্গে পা গলাতেই হবে মানানসই পাদুকায়! ওহ বলা ভালো মানানসই ফুটওয়ারে।
যেমন ধরুন, রাতের পার্টির জন্য আপনি পরতে পারেন ফুটওয়্যার উইথ ব্লিং। এই রকমের স্যান্ডেলে রাইন স্টোন এবং সেমিপ্রেসিয়াস স্টোন এক সঙ্গে ব্যবহার করা হয়। যা নাইট পার্টির জন্য সেরা বলে মনে করা হয়ে থাকে।

 

আবার পার্টিওয়্যার তালিকাতে রাখতে পারেন গ্ল্যাডিয়েটরস। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন ফ্ল্যাট বা স্টিলেটো, নি বা অ্যাঙ্কেল হাই-এর মধ্যে যে কোনও একটা।
অথবা রয়েছে অ্যানিম্যাল স্কিন প্রিন্ট শু। এই জুতো দিন হোক বা রাত, উভয় ক্ষেত্রে আপনার পায়ে স্টাইল অ্যাড করবে।

এছাড়াও আপনি পরতে পারেন মেটালিক চেন হাইলাইটস। এই সিঙ্গেল টোনের শু-এ স্লিক বা চাঙ্কি গোল্ডেন মেটালিক চেনের ডিটেলিং আপনার পায়ে এনে দেবে নতুন স্টাইল।
জুতোর স্টাইল লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। আপনি বেছে নিতে পারেন ফ্লোরাল ফুটওয়্যার। ফ্লোরাল প্রিন্টের পোশাকের সঙ্গে এই জুতো আপনাকে সকলের মাঝে স্টাইল আইকন বানিয়ে তুলবে।


এতো অপশনের মধ্যেও যদি আপনার অন্য কিছু প্রয়োজন হয়, তাহলে নিঃসন্দেহে পরে নিন বুটস। নি-হাই বা অ্যাঙ্কেল হাই বুটস রানওয়ে ফ্যাশনে অনেক আগেই জায়গা করে নিয়েছে। এখন স্ট্রিট ফ্যাশনকেও ডমিনেট করছে স্টেটমেন্ট বুটস। ব্রাইট কালার থেকে শুরু করে প্যাস্টেল শেডস-এর লেদার, পি ইউ বা সুয়েডের বুটস এই শীতে আপনাকে বানাবেই ফ্যাশন ট্রেন্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *