কবিতা।। দেবলীনা দে

সোয়েটার
দুটো কাঁটার মাঝে মায়াবী ওম,
সোজা-উল্টোর প্যাচে ভীষণ নরম
দুপুর যখন খোলা আকাশের নিচে
মা,জেঠিমার গল্প পুরোনো খোলসে
ফিরে পাওয়া ভালবাসার সোয়েটার।
লাচি গুলো মিলে মিশে নকশা বোনে
কাঁটায় কাঁটায় তখন কত কথা
হিসেবের গড়মিলে ঘর মেলে না
সেদিকে বেজায় হয় মুশকিল।
তবুও আজও সেই সোয়েটার
মনের ঘরে আলাপ জমায়
হাতে তুলে মনে হয়
আমার শৈশব গায়ে জড়াই
ফিরে পাওয়া লাল-সবুজ সোয়েটার।

: লাল শালুর গল্প :

লাল শালুর ভাঁজে তুলোর ওম
শৈশবের গল্প বলে
ঘরের ভেতর আর এক ঘর
আমার মেয়েবেলার স্মৃতি গুছিয়ে রাখে
না বলা কথাগুলো এখানে অবাধ বিচরণ
মনের কথা সেখানে ভালবাসার জন্ম দেয়।

লাল শালুর ভাঁজে মখমলি পশম
সুতোর বুননে সম্পর্কের বাঁধন
কুয়াশায় চাঁদরে নিস্তদ্ধ রাত
পুরোনো কথার আস্ত মলাট।
পাতা ওল্টালে ভেসে ওঠে শব্দ
আমার খেয়ালীপনা এভাবে থাকে যত্নে।

 নগরায়ন

সেই যে ঘাসজমি পেরিয়ে
অতীতকে সঙ্গী করে
আগামীর দোরগোড়ায় পৌঁছে
নগরায়নের হাতে বন্দী
ফিরতে চাইলেও ফেরা আর হলো কই
ব্যস্ততার নামে পরিচিত এক গন্ডি।

সেই যে বসন্তের হাতে পুরোনো দিনের দিস্তা
শিমূল,পলাশ, কাঞ্চনের শুকনো পাপড়িতে
এক বছরের ঋতুর আস্ত উপাখ্যান
ভিড় করে আসে জমাট বাঁধা মনের খবর
মান অভিমানের পালা শেষে
শুকনো পাতায় নব যৌবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *