আপনারা সবাই জানেন, আমাদের রাশিচক্রে মোট ১২টি রাশি আছে। বছরের শুরুতেই এই রাশি চক্র নিয়ে থাকল বিভিন্ন আলোচনা। ২০২২ শের জানুয়ারী মাস কেমন যাবে এক একটি রাশির, সেই নিয়েই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রইল টিপস।
মেষরাশিঃ
কর্মঃ জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে পাবেন নতুন সুযোগ। ব্যবসায়ীরা এই মাসে মুনাফা অর্জন করতে পারেন। আপনি যদি এই সময়ের মধ্যে কোনও বিনিয়োগ করেন, তবে সঠিক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অগ্রগতি হতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন, তবে এই সময়টি তার জন্য অনুকূল।
বিবাহঃ বিবাহিত জীবনে আসতে পারে নানা রকমের ঝামেলা। তাই জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক রাখুন। মাথা ঠান্ডা রেখে নিন যে কোনও সিদ্ধান্ত। মাসের শেষে আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
শিক্ষাঃ শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ । বিশেষ করে আপনি যদি উচ্চশিক্ষা লাভের জন্য প্রচেষ্টা করে থাকেন, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
অর্থঃ আর্থিক ক্ষেত্রে মোটামুটি ফল পাবেন। তবে অযথা অর্থ খরচ করবেন না।
স্বাস্থ্যঃ সুস্থ থাকতে হলে সঠিক ডায়েটের পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করতে হবে। এই মাসের ১৫ তারিখের পর আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
শুভ নম্বর: ৯, ১৫, ২৫, ৩৯, ৪৭, ৫৯
শুভ দিন: সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার
শুভ রঙ: নীল, হলুদ, বাদামি, কমলা, গোলাপী
বৃষরাশিঃ
কর্মঃ ২০২২ সাল এর ১৫ই জানুয়ারীর পর থেকে কেরিয়ারে একাধিক সুযোগ পাবেন। সুযোগের লাভ নেওয়ার আগে নিজের ওপর নজর দিন ও কাজে মনোনিবেশ করুন। দশম স্থানের অধিপতি বৃহস্পতি আপনার ভাগ্য স্থানে থাকবেন। যার সুফল আপনি পাবেন। তবে বছরের প্রথম দিকে কাজের ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনি। সেক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে।
বিবাহঃ জীবনসঙ্গীর সঙ্গে মত বিরধ থাকলেও দিনের শেষে সেই বিরধের সমাধান হবে। তবে এই মাসটিতে সাংসারিক বিবাদে না গিয়ে চুপ থাকাই বাঞ্ছনীয়। তাতে সংসারে শান্তি বজায় থাকবে।
শিক্ষাঃ শিক্ষার্থীদের জন্য এই মাসটি মাঝারি ফল দেবে। তবে চিন্তার কোনও কারণ নেই, ১৫ই জানুয়ারীর পর থেকে শিক্ষায় উন্নতি লাভের থাকবে বিশেষ সুযোগ।
অর্থঃ বুঝেশুনে অর্থব্যয় করতে হবে। এই মাসে অর্থনাশের সম্ভাবনা। তাই অর্থব্যয়ের দিক দিয়ে সর্তকে থাকুন সদা গোটা জানুয়ারী মাস।
স্বাস্থ্যঃ ১৫ জানুযারি থেকে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। তবে সার্বিকভাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।
শুভ নম্বর: ৫,৬,৭,১১,১৪,৩০,৮৪, ৮৫
শুভ দিন:রবিবার, সোমবার,
শুভ রঙ: সাদা
কর্কটরাশিঃ
কর্মঃ কর্কট রাশির জাতক জাতিকাদের ইনটিউশন প্রবল। অনেক কিছুই এঁরা আগে থেকে আন্দাজ করতে পারেন। জনসংযোগ, সেবামূলক কাজে এঁদের সাফল্য আসে। এঁদের মধ্যে গান ও সৃজিনশীলতার বড় আকাঙ্খা থাকে।
বিবাহঃ প্রেম ও বিয়ে বলতে এঁদের কাছে শান্তির অন্য এক নাম। নিজের সঙ্গীর জন্য় আপনি সমস্ত কিছু করতে পারেন। সঙ্গী দুঃখ পেলেই আপনি অবসাদগ্রস্ত হয়ে যান। সঙ্গীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না আপনি।
শিক্ষাঃ শিক্ষায় উন্নতি লাভ।
অর্থঃ আর্থিক দিক থেকে এই সময়টি খুবই লাভদায়ক হতে চলেছে। এই সময়ে আপনার আয় বাড়তে পারে। পুরানো ঋণ থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনি খুব সাবধানে আপনার সমস্ত আর্থিক সিদ্ধান্ত নিন।
স্বাস্থ্যঃ স্বাস্থ্য মোটামুটি থাকবে। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ নম্বর: ৮, ১০, ২০, ৩৩, ৪৪, ৫৭
শুভ দিন: মঙ্গলবার, রবিবার, শনিবার, শুক্রবার
শুভ রঙ: বেগুনি, ক্রিম, গাঢ় নীল, লাল, আকাশী
সিংহরাশিঃ
কর্মঃ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরের নতুন মাস কেরিয়ারের পক্ষে ভালো। ব্যবসায় উন্নতির নতুন পথ খুলবে। কারও সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায় লাভবান হবেন। কিন্তু শ্রমজীবী মানুষকে সংগ্রাম করতে হবে। এ ছাড়াও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের জন্যও নতুন বছর হতে যাচ্ছে বিশেষ। পদোন্নতির সম্ভাবনা প্রবল।
বিবাহঃ সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রেমের জীবন উত্থান-পতনে ভরা। তবে যাঁরা লাভ ম্যারেজের জন্য অপেক্ষা করছেন, তাঁদের বাধা দূর হবে। একই সঙ্গে নতুন বছরে অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হচ্ছে। তবে বিবাহিতদের জন্য এটি একটি কঠিন সময় হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হবে।
শিক্ষাঃ শিক্ষার্থীদের জন্যও এই বছরের এই মাসটি আশানুরূপ ফল দেবে। তবে উচ্চশিক্ষা লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
অর্থঃ এই মাসে কর্মক্ষেত্রে আপনি কিছু অপ্রয়োজনীয় বাধার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে অর্থব্যয় ঘটতে পারে। যার ফলে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
স্বাস্থ্যঃ আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। তবে আপনার বাবার স্বাস্থ্যের যত্ন নিন। মাসের মাঝামাঝি গ্রহের অনুকূল গতি আপনার বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।
শুভ নম্বর: ১,৯,৫৪,৩৬,৭২
শুভ দিন: রবিবার, শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার
শুভ রঙ: লাল, গোলাপী, সাদা
কন্যারাশিঃ
কর্মঃ কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে বছরের এই প্রথম মাসে। এছাড়াও সহকর্মীদের সঙ্গে কাজ করার মনোভাবে ঘটবে উন্নতি । ফলে কাজেও উন্নতি হবে।
বিবাহঃ নিজের সঙ্গীর সুখের জন্য চেষ্টা করবেন। এছাড়াও আপনি আপনার প্রিয়জনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পারেন, এরফলে আত্মবিশ্বাস বাড়বে।
শিক্ষাঃ প্রতিযোগিতার মনোভাব বজায় থাকবে। পড়ালেখায় আগ্রহী হবেন। মানসিক বিষয়ে ভালো করবে।
অর্থঃ পরিবারে আনন্দ ও আনন্দ থাকবে। কাজের সামঞ্জস্য স্বাভাবিক হবে। সুখ বাড়বে সংসারের দায়িত্বে জড়িত থাকবেন। কঠোর পরিশ্রম এবং শক্তি দিয়ে নিজের স্থান বঅতিথিরা আসতে থাকবে।
স্বাস্থ্যঃ গুরুতর রোগ দেখা দিতে পারে। শৃঙ্খলা উপকারী হবে। আবেগ নিয়ন্ত্রণ করুন। ঝুঁকি নেবেন না। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ নম্বর: ২,৪ ২৪, ৬৫ ও ৮৯
শুভ রং : সবুজ
শুভ দিন: মঙ্গলবার, শুক্রবার
তুলারাশিঃ
কর্মঃ মাসের প্রথম দিকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ব্যবসায় বেশ কিছু সমস্যা আসলেও পরবর্তী সময়ে সুফল দেবে।
বিবাহঃ এই সময়ের মধ্যে কোনও বড় সমস্যা হবে না। তবে বাড়িতে ছোটোখাটো ঝগড়া হতে পারে। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত হতে পারে। আপনাদের মধ্যে আরও ভালো সমন্বয় থাকবে এবং একে অপরের প্রতি আস্থাও বাড়বে। মাসের মাঝামাঝি সময়ে, আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে একটি মূল্যবান উপহারও পেতে পারেন।
শিক্ষাঃ বিদ্যার্থীদের জন্য এই মাসটা অনুকূল।
অর্থঃ অর্থের দিক থেকে এই সময়টা খুব ভাল কাটবে না। আপনাকে আপনার আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের জন্য এই সময়টা উত্থান-পতনে ভরপুর হতে পারে।
স্বাস্থ্যঃ পেটের সমস্যা ভোগাতে পারে।
শুভ নম্বর: ২, ১৯, ২৪, ৩৩, ৪৬, ৫১
শুভ দিন: সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
শুভ রঙ: সবুজ, কমলা, সাদা, গাঢ় লাল
বৃশ্চিকরাশিঃ
কর্মঃ অতীতের তুলনায় অধিক পরিশ্রম করতে হবে বৃশ্চিক জাতকদের। নিজের ভুল অভ্যাস ত্যাগ করেই এগিয়ে যেতে পারবেন। একাগ্রতা, প্রচেষ্টা ও কঠিন পরিশ্রমের জোরে কেরিয়ারে সাফল্য লাভ করতে পারেন।
বিবাহঃ প্রেমে জীবন উত্থান-পতন থাকবে এই মাসের প্রথমদিকে। ধীরে ধীরে তা ঠিক হবে। দাম্পত্য জীবন সুখের হবে।
শিক্ষাঃ অধিক পরিশ্রম করতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। সাধারণ মানের ছাত্রদের সাফল্যের জন্য গুরুজন ও শিক্ষকদের সাহায্য নিতে হবে। প্রতিযোগিতামলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। এ সময় পরিবারের সঙ্গ পাবেন।
অর্থঃ বছরের শুরুতে ভালো ফলাফল লাভ করবেন। তবে ব্যবসায় ওঠা-নামা থাকবে।
স্বাস্থ্যঃ মা-বাবার স্বাস্থ্য সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে। জানুয়ারির মধ্য ভাগ থেকে শুরু হবে এই সমস্যা। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফলাফল পাবেন বৃশ্চিক জাতকরা।
শুভ নম্বর: ৭,১৭,৩৫ ও ৫০
শুভ দিন: রবিবার, বুধবার, শুক্রবার
শুভ রঙ: সাদা, কমলা, হলুদ
ধনুরাশিঃ
কর্মঃ কর্মক্ষেত্রে কম পরিশ্রমে ভালো সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে আপনি মাসের শেষের দিকে উন্নতি করতে পারেন। আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তবে এই সময়ে হতাশ বোধ করতে পারেন। ব্যবসায়ীরা কোনও নতুন ব্যবসায়ের প্রস্তাব গ্রহণ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।
বিবাহঃ দাম্পত্যে কলহ। প্রেমে বাঁধা থাকবে মাসের মাঝামাঝি দিকে। তবে উভয়ক্ষেত্রেই পরিস্থিতি স্বাভাবিক হবে এই মাসের শেষের দিকে।
শিক্ষাঃ শিক্ষা ক্ষেত্রে উন্নতি। প্রতিযোগিতামলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন।
অর্থঃ ধনু রাশি মাসের শুরুটা অর্থের ক্ষেত্রে ভালো কাটবে না। তবে এই সময়ের মধ্যে আপনি কোনও পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন।
স্বাস্থ্যঃ আপনার মানসিক চাপ বাড়তে পারে, যদিও মাসের মাঝামাঝি সময়ে স্বস্তি পেতে পারেন। এই সময়ে আপনার আর্থিক সমস্যার অবসান হতে পারে।
শুভ নম্বর: ২, ৪, ১৪, ২০, ৩৪, ৪৫, ৫৩
শুভ দিন: সোমবার, শুক্রবার, সোমবার, বুধবার
শুভ রঙ: বেগুনি, সবুজ, সাদা, কমলা, হলুদ
মকররাশিঃ
কর্মঃ জানুয়ারি মাসটি এই রাশির জাতকদের জন্য উত্থান-পতনে ভরা। অফিসে আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অমনোযোগের কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। ব্যবসায়ীরা এই সময়ে মিশ্র লাভ পেতে পারে।
বিবাহঃ বিবাহ ও প্রেমের ক্ষেত্রে মিশ্রফল দেবে এই মাস।
শিক্ষাঃ শিক্ষার ক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। তবে চিন্তার কোনও কারন নেই, এই মাসের পর থেকে শিক্ষায় উন্নতি লাভের থাকবে বিশেষ সুযোগ।
অর্থঃ এই সময়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তও নিতে পারেন। আপনাকে লটারি, বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ধার দেনা থাকলে তা শোধ করার সুযোগ পাবেন।
স্বাস্থ্যঃ মাসের শুরুতে মা বা বাবার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।
শুভ নম্বর: ৪, ১৫, ২৮, ৩৪, ৪৯, ৫৩
শুভ দিন: বুধবার, শুক্রবার, রবিবার, বৃহস্পতিবার
শুভ রঙ: সাদা, মেরুন, সবুজ, নীল
কুম্ভরাশিঃ
কর্মঃ চাকুরিজীবীদের জন্য এই সময়টি খুব ব্যস্ত হতে চলেছে। আপনি যদি উচ্চ পদ পেতে চান, তাহলে আপনার সেরা কাজটা দেওয়ার চেষ্টা করুন। মাসের শেষে আপনার আয়ও বাড়তে পারে। এই মাসটি ব্যবসায়ীদের জন্য কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে। এই সময়ের মধ্যে আপনার থেমে থাকা কাজ সম্পন্ন হবে।
বিবাহঃ প্রেমে সাফল্য। দাম্পত্যে সুখ আসবে নতুন বছরের এই প্রথম মাস থেকেই।
শিক্ষাঃ শিক্ষায় বিশেষ উন্নতি না থাকলেও মাঝারি ফল লাভ হবে এই মাসে।
অর্থঃ ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থায় উন্নতি হতে পারে। আপনি টাকা পেতে পারেন। পুরানো সম্পত্তি বিক্রির কারণে ভালো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্যঃ এই মাসে আপনি মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ নম্বর: ৫, ১৪, ২০, ৩৩, ৪২, ৫০
শুভ দিন: রবিবার, বুধবার, শনিবার, সোমবার
শুভ রঙ: গাঢ় হলুদ, কমলা, বেগুনি, বাদামি
মীনরাশিঃ
কর্মঃ জানুয়ারি মাসে আপনি কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। ব্যবসায়ীরা মুনাফা অর্জনের অনেক সুযোগ পেতে পারে। আপনি যদি এই সময়ের মধ্যে কোনও বিনিয়োগ করেন, তবে তার সুফল পাবেন। চাকুরিজীবীদের অগ্রগতি হতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন, তবে এই সময়টি তার জন্য অনুকূল।
বিবাহঃ বিবাহিত জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক রাখুন। মাসের শেষে আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
শিক্ষাঃ এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ,কারণ বিশেষ করে আপনি যদি উচ্চশিক্ষা লাভের জন্য প্রচেষ্টা করে থাকেন, তাহলে আপনাকে বেশি খাটতে হবে।
অর্থঃ আর্থিক ক্ষেত্রে মোটামুটি ফল পাবেন।
স্বাস্থ্যঃ সুস্থ থাকতে হলে সঠিক ডায়েটের পাশাপাশি শরীরচর্চাও করতে হবে।
শুভ নম্বর: ৯, ১৫, ২৫, ৩৯, ৪৭, ৫৯
শুভ দিন: সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার
শুভ রঙ: নীল, হলুদ, বাদামি, কমলা, গোলাপী