গোলাপী মোহব্বত ফুটে আছে এই মধ্যরাতে বিউটির উঠান জুড়ে
রাতপোশাকে জরির জ্যোৎস্নার চাদর ঢাকা অশালীন অন্ধকার ফুলকুমারী নামে ডাকতেইরাত্রির নাভি থেকে উঠে এসেছে রজনীগন্ধার শিষ
যৌনগন্ধ উড়ছে মেদুর বাতাসে একটার পর একটা স্বপ্ন সাজিয়ে এসেছিপ্রিয় বান্ধবীর অপারেশন টেবিলে
বলেছি একবার অন্তত ডেকোএইসব স্বপ্নের ব্যবচ্ছেদ হলে

দু চারটে নক্ষত্র খসে আমার ভুল শুধরে দিয়ে বলেছে
সামান্য ছায়ার জন্যে এত উন্মাদনা ভালো নয়
এইসব অসংযত চিন্তায় সুবাসিত প্রেমের পারফিউম উবে যায়