অপ্রকাশিত কবিতা।। অলীক ছায়াচিত্র ।। সুদীপ কুমার চক্রবর্তী

গোলাপী মোহব্বত ফুটে আছে এই মধ্যরাতে বিউটির উঠান জুড়ে রাতপোশাকে জরির জ্যোৎস্নার চাদর ঢাকা অশালীন অন্ধকার ফুলকুমারী নামে  ডাকতেই
রাত্রির নাভি থেকে উঠে এসেছে রজনীগন্ধার শিষযৌনগন্ধ উড়ছে মেদুর বাতাসেএকটার পর একটা স্বপ্ন সাজিয়ে এসেছি
প্রিয় বান্ধবীর অপারেশন টেবিলে বলেছি একবার অন্তত ডেকো
এইসব স্বপ্নের ব্যবচ্ছেদ হলে
ডাকবে কিনা জানা নেই-পরিত্যক্ত জীবন আর মৃত স্বপ্নের প্রায় সবটাই মূল্যহীন তবে বিউটির উঠানে দাঁড়িয়ে যেই ফুলকুমারী বলে  হেঁকেছি
দু চারটে নক্ষত্র খসে আমার ভুল শুধরে দিয়ে  বলেছে
সামান্য ছায়ার জন্যে এত উন্মাদনা ভালো নয়এইসব অসংযত চিন্তায় সুবাসিত প্রেমের পারফিউম উবে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *